ইতিহাস

স্বাধীনতার পূর্বে নওগাঁ জেলায় নারী শিক্ষা সম্প্রসারণে কোন সরকারি বা বে-সরকারি কলেজ ছিলনা। এ জেলায় মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষে ১৯৭২ সালের জুলাই মাসে একটি স্বাতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। কলেজের মূল উদ্যোক্তা ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোঃ আব্দুল জলিল, তৎকালিন এম.সি. এ. মরহুম গিয়াস উদ্দিন সরদার এবং আরো অনেক বিদ্যোৎসাহী ব্যক্তি। তাদের অক্লান্ত প্রচেষ্টায় কলেজের অগ্রগতি ত্বরান্বিত হতে থাকে এবং নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে “নওগাঁ মহিলা কলেজ” এর যাত্রা শুরু হয়। প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালনে এগিয়ে আসেন জনাব মোঃ মোহসীন আলী পরবর্তীতে ১৯৮২ সালের ২৫ মার্চ রাজশাহী শাহ্মুখদুম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ তোফাজ্জল হোসেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান শাখা দিয়ে যাত্রা শুরু করে ১৯৮৪ সালে স্নাতক (মানবিক) বিভাগ খোলা হয়। ১৯৮৫ সালের ২৭ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মুহম্মদ এরশাদ নওগাঁ এ.টি.এম. মাঠে নওগাঁ মহিলা কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী ১৯৮৫ সালের ১ জুলাই কলেজটিকে জাতীয়করণ করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জনাব মোঃ আলমগীর কবির, প্রয়াত অধ্যক্ষ জনাব মোঃ তোফাজ্জল হোসেন ও গভর্নিং বডির সক্রিয় প্রচেষ্টায় কলেজটি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। যা নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। গাঁজা সোসাইটির পক্ষে তৎকালীন পরিচালক মরহুম বশির উদ্দিন খাঁন বাহাদুর কলেজ ক্যাম্পাসের সমুদয় সম্পত্তি দান করেন। উল্লেখ্য যে, এই জায়গাটি পূর্বে বি.এম.সি. কলেজের মূল ক্যাম্পাস ছিল। পরবর্তীতে শহরের কতিপয় গন্যমান্য ব্যক্তির প্রচেষ্টায় ও তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে নওগাঁ সরকারি মহিলা কলেজ নাম পরিবর্তন করে “সরকারি বি.এম.সি. মহিলা কলেজ, নওগাঁ” নামকরণ করা হয়। যা পরবর্তীতে সরকার কর্তৃক অনুমোদিত হয়।